নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বুধবার ১১,ডিসেম্বর :: বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে ২৩ তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ।
এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, অতিরিক্ত জেলাশাসক, ঘাটালের মহকুমা শাসক সহ জেলা বইমেলা কমিটির সদস্য তথা জেলা প্রশাসনের আধিকারিকরা। বই বিক্রি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে চলবে পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা।
জেলা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘাটালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, ওটা ভারত সরকার দেখছে, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পররাষ্ট্র নিয়ে এবং ভারত সরকারের পদক্ষেপ বাংলা সরকারের পদক্ষেপ আমরা এর বাইরে যাই না, তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনার প্রবাহ নিয়ে।