ঘাটাল বেশ কয়েকবার বন্যা পরিস্থিতির সম্মুখীন। আর এই সময় কেউ মারা গেলেই আরও যন্ত্রণাদায়ক। কারন বন্যা পরিস্থিতির জেরে শ্মশানগুলি সব জলের তলায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বুধবার ৩০,অক্টোবর :: চলতি বছরে ঘাটাল বেশ কয়েকবার বন্যা পরিস্থিতির সম্মুখীন। আর এই সময় কেউ মারা গেলেই আরও যন্ত্রণাদায়ক। কারন বন্যা পরিস্থিতির জেরে শ্মশানগুলি সব জলের তলায়। তাই মৃতদেহ সৎকার করতে এই শ্মশান বা ঐ শ্মশান ঘুরতে হয়।

এমনই চিত্র দেখা গেল ঘাটাল পৌরসভা এলাকায়।ঘাটাল পৌরসভার ৬ নং ওয়ার্ড আচার্য পল্লীর বাসিন্দা কিরিটি রঞ্জন আচার্য নামের এক বৃদ্ধ মারা যান। বাড়ি থেকে শ্মশান যাওয়ার রাস্তা জলমগ্ন। মৃতের পরিবারের সদস্যরা জানান এমনিতেই তারা জলযন্ত্রনার মধ্যেই ছিলেন এতদিন।

কিছুদিন আগেই জল নেমে যায় রাস্তা থেকে কিন্তু আবার ঘূর্ণিঝড়ে দাপটে বৃষ্টির জেরে জলমগ্ন এলাকা। কিন্তু মৃতদেহ তো ফেলে রাখা যাবে না তাই সমস্যা হলেও জল পেরিয়েই তাদের নিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =