নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: ঘাটাল মহকুমার দাসপুর দুই ব্লকে সোনাখালীতে বিশেষ চাহিদা সম্পন্নদের সহায়ক সরঞ্জাম তুলে দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব। সাংসদ বলেন অ্যলেনকো র সদস্য হিসেবে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়ক সরঞ্জাম দেবার আবেদন করেছিলেন।
তিনি এভাবেই যেন মানুষের পাশে থাকতে পারেন সেই ইচ্ছে প্রকাশ করেন। বিশেষ চাহিদা সম্পন্ন দের যাদের নাম রেকর্ডে আছে, ব্লকে ব্লকে ক্যাম্প করে তাদের সরঞ্জাম দেয়া হবে বলে দেব বলেন। এদিন ১২৫ জনকে সহায়ক সরঞ্জাম দেয়া হয়।
১৮০৭ জনের সহায়ক সরঞ্জাম এসে গেছে। তিন হাজার জনকে সহায়ক সরঞ্জাম দেয়া হবে।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী, এসপি দীনেশ কুমার, এ ডি এম কেম্প হো নাইয়া, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, পুরীর বিধায়ক মমতা ভূঁইয়া ,দাসপুর ২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। সোনাখালিতে এই মাসের মধ্যে একটি নতুন পুলিশ ফাঁড়ি হবে বলে এসপি দীনেশ কুমার ঘোষণা করেন।