ঘাটাল মেচোগ্রাম রাস্তার দখলদারি মুক্ত করতে পথে পূর্ত দপ্তর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বুধবার ১৯,জুন :: ঘাটালে মাইকে প্রচার অবশেষে রাস্তার বেআইনি দখলদারি মুক্ত করতে উদ্যোগী পূর্ত দপ্তর। একের পর এক পূর্ত দপ্তরের জমি দখল থেকে শুরু করে নয়নজুলি দখল করছিল একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাজ্য সড়কের পাশে ইমারতি দ্রব্যের ব্যবসা চলছিল অবাধে।তার ফলে দুর্ঘটনা বেড়েই চলছিল। সাধারণ মানুষের মধ্যে বাড়ছিল ক্ষোভ।

এবার সেই দখলদারি উচ্ছেদে নামল ঘাটাল মহকুমা পূর্ত দপ্তর। ইতিমধ্যেই মাইক প্রচার করে শুরু করেছে পূর্ত দপ্তর। ঘাটাল পাঁশকুড়া চার নম্বর রাজ্য সড়ক সদ্য সম্প্রসারিত হয়েছে। সম্প্রসারণের কাজ শেষ হতেই ফের ফুটপাত থেকে শুরু করে পূর্তদপ্তরের ফাঁকা জায়গা জবরদখল। গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ।

সম্প্রতি মহকুমা শাসকের অফিসে, মহকুমা শাসকের উপস্থিতিতে ঘাটালের এসডিপিও পূর্ত দপ্তরের আধিকারিকের সাথে মিটিং হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক দখলমুক্ত করা হবে। রাজ্য সড়ক দখলমুক্ত করতে উদ্যোগ নেবে পূর্ত দপ্তর এবং তাকে সাহায্য করবে পুলিশ প্রশাসন।
সেই সিদ্ধান্ত মত শুরু হয়েছে মাইক প্রচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =