নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: ঘাটাল শহরে শুরু হলো ৩৫ তম পত্র ও পুষ্প প্রদর্শনী ও নাট্য উৎসব। প্রসন্ন কুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যানেএই প্রদর্শনীর উদ্বোধন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ছিলেন জগন্নাথ গোস্বামী, ড: শিশির দাস, শৈবাল হড়, অঙ্কুর পাল।
ঘাটাল মহকুমা পত্র ও পুষ্প প্রেমী সমিতি ও ঘাটাল অগ্রণী ক্লাবের উদ্যোগে চারদিনের মেলায় বাহারি ফুলের প্রদর্শনী থাকছে। এছাড়াও পিঠে পুলি উৎসব ও নাট্য উৎসব হবে। প্রতিদিনই সাংস্কৃতির অনুষ্ঠান হবে। প্রদর্শনী উদ্বোধন করে মহকুমা শাসক বলেন, এধরণের উদ্যোগ খুব ভাল।
এছাড়াও পত্রপুষ্প প্রদর্শনীর তরফে শৈবাল চ্যাটার্জি হড় বলেন, এই মেলা বাণিজ্যিক মেলা নয়। সকলের সহযোগিতায় এই মেলা হয়। তিনি এই মেলায় অংশগ্রহণ করার আহ্বান জানান। ঝাড়গ্রাম ছাড়া মেদনীপুরে আর কোথাও এই ধরনের মেলা হয় না বলে তিনি বলেন।