ঘাটাল সহ রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে (ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া) নির্বিঘ্নে শুরু হল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: (ডেস্ক নিউজ )কলকাতা :: শনিবার ২৫,মে :: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল সহ রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে (ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া) নির্বিঘ্নে শুরু হল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে মেতে উঠেছেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুরবাসীও।

পশ্চিম মেদিনীপুর জেলার ৪০৪০টি (ঘাটাল ২০৯৫, মেদিনীপুর ১৯৪৫) বুথের মধ্যে বিচ্ছিন্ন দুই একটি বুথ ছাড়া নির্বিঘ্নে শুরু হল নির্বাচন। জানা গেছে, ঘাটাল লোকসভার কেশপুরের ১৮০ নম্বর মহিষদা বুথে ইভিএম বিকল। ভোট শুরু হয়নি সকাল সাড়ে ৭টা অবধি। মেদিনীপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের ১৮৮ বুথ ভি ভি প্যাট খারাপ থাকায়, ১৫ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়েছে।

মেদিনীপুর শহরের চার্চ স্কুলের ২৯৪ নম্বর বুথেও ইভিএম সমস্যায় দেরি করে ভোট শুরু হয়েছে। নারায়ণগড় ৬নং অঞ্চলের কাঁঠালিয়া ৭৩নং বুথেও একই সমস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =