ঘুড়ি ফেস্টিভ্যালের আগে চায়না মাঞ্জা নিয়ে কড়া সতর্কতা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১০,জানুয়ারি :: সামনেই অনুষ্ঠিত হতে চলেছে ঘুড়ি ফেস্টিভ্যাল। তার আগেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পথে নামল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিরহাটা ট্রাফিক পুলিশ।

চায়না মাঞ্জা ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই বিশেষ অভিযান চালানো হয়।শনিবার বর্ধমান শহরের কার্জন গেটে ব্যস্ততম রাস্তায় সাধারণ পথচলতি মানুষ, সাইকেল চালক, বাইক চালক ও রিকশা চালক সহ সকলকে ‘নেক শিল্ড’ (নেক শীল) পরিয়ে সচেতনতার বার্তা দেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি।

মূলত ঘাড় ও গলার সুরক্ষার জন্য এই নেক শিল্ড ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিতভাবে বোঝানো হয়। বিগত দিনে চায়না মাঞ্জা দ্বারা বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। কোথাও কোথাও এই প্রাণঘাতী মাঞ্জার কারণে মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

উৎসবের আনন্দ যাতে কোনোভাবেই মর্মান্তিক দুর্ঘটনায় রূপ না নেয়, সেই উদ্দেশ্যেই আগাম সতর্কতায় এই সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এ বিষয়ে বিরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জী জানান, “ঘুড়ি উৎসব সামনে। ঘুড়ি ওড়ানোর সময় যে সুতো ব্যবহার করা হয়, যা চায়না মাঞ্জা নামে পরিচিত, তার কারণে সাধারণ মানুষ বহুক্ষেত্রে গুরুতর ক্ষতির মুখে পড়েন।

সেই ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতেই আমরা নেক শিল্ড পরিয়ে সচেতন করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এই কর্মসূচি নেওয়া হয়েছে”।

ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচলতি সাধারণ মানুষও। তাঁদের মতে, এ ধরনের সচেতনতা অভিযান ঘুড়ি উৎসবের সময় দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পুলিশের পক্ষ থেকে সকলকে চায়না মাঞ্জা ব্যবহার না করার পাশাপাশি নিরাপদ ঘুড়ি ওড়ানোর আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − twelve =