ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল চাপা পড়ে গিয়ে মৃত্যু হল মা ও দুই মেয়ের

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: মন্দিরবাজার :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টির ঝড়ো ইনিংস। লাগাতার বৃষ্টির কারণে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দক্ষিণ ২৪ পরগনা উপকূল তীরবর্তী এলাকার মাটির নদী বাঁধ থেকে শুরু করে দক্ষিণ মাটির বাড়িগুলি।

প্রতিদিনের মতনই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিল মা ও তার দুই মেয়ে হঠাৎ ভোররাতে মাটির দেওয়াল চাপা পড়ে গিয়ে মৃত্যু হল তিনজনের। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মন্দিরবাজার থানার অন্তর্গত কামারপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় মৃতাদের নাম বৃহস্পতি কর্মকার (৪৩) মেয়ে শীলা কর্মকার (১৫) এবং প্রিয়াঙ্কা কর্মকার (১০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতনই খাওয়া-দাওয়া করে মা ও দুই মেয়ে মাটির ঘরে ঘুমিয়ে ছিল।

হঠাৎ ভোররাতে বিকট শব্দ শুনে এলাকার মানুষজন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেখে মাটির দেওয়াল চাপা চাপা পড়ে রয়েছে বৃহস্পতি দেবী ও তার দুই মেয়ে।

তড়িঘড়ি মাটির দেওয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় নাইয়ারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তিনজনকেএ মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

পরিবারে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্দির বাজার থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ডায়মন্ডহারবার পুলিশ মর্গে।

স্থানীয়  বিধানসভার বিধায়ক জয়দেব হালদার। ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন । তিনি জানান, কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে।

ওই মহিলা আবাস যোজনা ঘর পেয়েছিল । ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা ওদের একাউন্টে পাঠানো হয়েছে। ওদের বাড়ি তৈরির কাজও শুরু হয়েছে। সবরকম ভাবে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 8 =