সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: ঘুমন্ত অবস্থায় গভীর রাতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু ১ ব্যক্তির আশঙ্কাজনক স্ত্রী চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি ডায়মন্ড হারবার পুরসভার ৫ নং ওয়ার্ড কালিনগরের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর নিজের মাটির ঘরে শুয়েছিলেন ডায়মন্ড হারবার পুরসভার ৫ নং ওয়ার্ডের বাসীন্দা জয়ন্ত দাস (৬১) ও তার স্ত্রী আশা দাস।
রাত ১ টা নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে মাটির দেওয়াল ভেঙে চাপা পড়েন সস্ত্রীক জয়ন্ত দাস। ঘটনায় বিকট শব্দের আওয়াজ পাওয়ার পর প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন দেওয়াল চাপা হয়ে পড়ে রয়েছেন জয়ন্ত দাস ও তার স্ত্রী। পরে তাদেরকে উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা জয়ন্ত দাস কে মৃত বলে জানায় অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী আশা দাস। এমন মর্মান্তিক ঘটনার পর থেকে শোকের ছায়া নেমেছে এলাকায়।