নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শ্বশুর ও শাশুড়ীর বিছানায় ও ঘরে আগুন লাগিয়ে শ্বশুরকে হত্যার দায়ে এবং শাশুড়ীকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত জামাই গোষ্ঠ মন্ডলকে বুধবার রাতে হুগলির মগরাহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে হাওড়া জেলা আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া মধ্য সন্তোষপুর, হাজরাপাড়ায় ওই ঘটনা ঘটে। ঘটনায় শ্বশুরের মৃত্যু হয়। পাশাপাশি, প্রায় ৯০ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থা শাশুড়িরও।
তিনি ভর্তি রয়েছেন কলকাতার এক সরকারি হাসপাতালে। ঘটনার পর জামাই এলাকা ছেড়ে পলাতক হলেও পরে হুগলি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, এদের পরিবারে অশান্তি দীর্ঘদিনের। মেয়ে জামাই একসঙ্গে থাকতেন না। মেয়ে কাজের সূত্রে কলকাতায় আলাদা থাকেন। জামাইয়ের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। কাজের সূত্রে তিনি থাকেন হাওড়ায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে জামাই শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি ও শ্বশুরের গায়ে আগুন লাগিয়ে দেয়।
শ্বশুর হারু হাজরা (৬৭) এবং শাশুড়ি তিলোকা হাজরাকে (৬২) অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্বশুরের মৃত্যু হয়। শাশুড়িকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কা জনক অবস্থায় কলকাতার এক সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।