নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালীগঞ্জ :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা তামান্নার মা সাবিনা বিবির। তবে কি কারনে এই আত্মহত্যার চেষ্টা তা এখনো পর্যন্ত জানা যায়নি।
তবে প্রাথমিকভাবে জানা গেছে মেয়ের শোকেই পীড়িত হয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল সাবিনা বিবি।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১০ নাগাদ তার পরিবার ও প্রতিবেশীরা মিলে স্থানীয় কালীগঞ্জ মীরা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রসঙ্গত গত বিধানসভা উপ নির্বাচনে ফলাফলের দিন দুষ্কৃতীদের ছোড়া বোমাতে মৃত্যু হয়েছিল তামান্না খাতুনের। ঘটনার পর ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও মূল অভিযুক্ত সহ অধিকাংশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল কালিগঞ্জ থানার পুলিশ।
বাকিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিনিয়ত প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে আসছিল তামান্নার মা সাবিনা বিবি। মেয়ের খুনিদের প্রত্যেককে গ্রেপ্তারের দাবি নিয়ে পুলিশ সুপারের অফিস পর্যন্ত বিক্ষোভ বসে ছিলেন তিনি।
বেশ কিছুদিন থমকে থাকার পর হঠাৎ করে কেন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল তা এখনো স্পষ্ট নয়। তবে প্রতিবেশী সূত্রে খবর মেয়ে মরার পর থেকে মেয়ের শোকে এমন কান্ড ঘটিয়েছে। বর্তমানে সাবিনা বিবি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ইতিমধ্যেই বন্ড সই করিয়ে হাসপাতাল থেকে ছুটি করিয়ে নিয়ে যাওয়া হলো তামান্নার মাকে। কি কারনে এই আত্মহত্যার চেষ্টা তা জানার চেষ্টা করছে পুলিশ।

