নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ৪,সেপ্টেম্বর :: ফুলবাড়িতে ঘটে গেল এমনই একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি কন্টেনার গাড়ির চালক ঘুমের ঘোরে গাড়ি চালিয়ে ভুল রাস্তায় চলে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরপর দুটি ট্রাক গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে এবং সংঘর্ষ ঘটে । এই ঘটনায় গুরুতর আহত হয় কন্টেনার গাড়ি চালক।
ঘটনাটি ঘটেছে আজ ভোর চারটা নাগাদ ফুলবাড়ী থেকে ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায়। এই সীমান্তবর্তী রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকে বোল্ডারের খালি ট্রাকগুলি। সেই ট্রাকগুলিতেই ধাক্কা মেরেছে কন্টেনার গাড়িটি যদিও হরিয়ানার নম্বরের কন্টেইনার গাড়িটি ফুলবাড়ী বাইপাস হয়ে জলপাইগুড়ির দিকে যাবার কথা ছিল তবে পথ ভুলে ফুলবাড়ী মোড় থেকে সীমান্তবর্তী রাস্তায় ঢুকে যায়।
এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরপর দুটি খালি ট্রাকে ধাক্কা মারে এবং সে মুখোমুখি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাক রাস্তার মধ্যেই উল্টে যায় এবং দুমড়ে যায় এদিকে কন্টেনার গাড়ির সামনের অংশটিও সম্পূর্ণভাবে দুমড়ে মুছে যায় আর সেই যাওয়া গাড়ির ভিতরেই আটকে ছিল গাড়ি চালক ।
আওয়াজ শুনতে পেয়ে এলাকাবাসীরা ছুটে আসেন এবং আহত চালককে সেই দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্থ ট্রাক ও কন্টেইনার গাড়িটিকে থানায় নিয়ে যায়। পুরো ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।