নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বুধবার ২৩,জুলাই :: ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে চ্যালাকাঠ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।ঘটনাটি ভীমপুর থানার গাটড়া জামতলা পাড়া এলাকার ঘটনা।মদ্যপান কে কেন্দ্র করে মদের আসরে অশান্তি বলে অভিযোগ স্থানীয়দের।
সেই মদের আসরের অশান্তির জেরেই দেবাশীষ মন্ডল নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাঠের চ্যালা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত তুহিন ও গণেশ মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে বলে মৃত-র স্ত্রীর অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর। এখনো অধরা একজন। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।