সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১২,অক্টোবর :: সমতল থেকে সিকিম যাওয়ার লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। তবে সেই সড়ক পুরোপুরি বিপর্যস্ত, হড়কা বান, মেঘ ভাঙ্গা বৃষ্টি, লোনাক লেকের জলস্ফীতি, পুরোপুরি বিপর্যস্ত সিকিম যাওয়ার দশ নম্বর জাতীয় সড়ক। মেরামতির কাজ চলছে, তবে এই সড়ক কবে আবার ঠিক হবে?
সেই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। সিকিম পৌঁছানোর একমাত্র রাস্তা হল এই ১০ নম্বর জাতীয় সড়ক। তবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দশ নম্বর জাতীয় সড়ক বেহাল, বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সমতল থেকে সিকিমে চলাচল প্রায় বন্ধ। সিকিম যাওয়ার ক্ষেত্রে ১০ নম্বর জাতীয় সড়কই ভরসা। সোজা পথে বর্তমানে সিকিম যাওয়া বন্ধ রয়েছে। লাভা হয়ে ঘুর পথে যেতে হচ্ছে সিকিম। সময়ও লাগছে গাড়ি ভাড়া বেশি লাগছে।
উত্তর সিকিম প্রতিবছর পূজোর সময় পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে। এই বছরও পূজোর আগে থেকেই ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। তবে এক রাতের মধ্যেই সবকিছু গন্ডগোল ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় লণ্ডভণ্ড হয়ে যায় উত্তর সিকিম। মুখ ভার পর্যটন ব্যাবসায়ীদের, তারা আবার প্রহর গুনছেন কবে আবার স্বাভাবিক হবে যানবাহন চলাচল।
শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে সময় লাগছে অন্তত ৭ থেকে ৯ ঘন্টা। ভয়ানক বিপর্যয়ের কারণে তিস্তা বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তা তিস্তার ভয়াল গ্রাসে চলে গেছে। রাস্তা মেরামতির কাজ চলছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুসারে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব এলাকা পরিদর্শন করেছিলেন। রাস্তা মেরামতির কাজ জোর কদমে চললেও কবে আবার স্বাভাবিক হবে সবকিছু সেই বিষয়ে এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না।