নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ২৮,সেপ্টেম্বর :: ঘুসুড়ি র গোসাইঘাট অঞ্চল থেকে একটি মোবাইল চোর ধরা পরলে এলাকার মানুষ তাকে লাইট পোস্টে বেঁধে রাখেন নাবালক বলে।
থানার পুলিশ এসে চোরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এলাকা সূত্রে জানা যাচ্ছে দীর্ঘ কয়েক মাস ধরে ঘরের ভেতর থেকে ঢুকে বিভিন্ন প্রকার চুরি হচ্ছে ভোটবাগান গোসাই ঘাট এলাকা সংলগ্ন জায়গায়। আর এই চুরিগুলো কোন বাচ্চার দল করছে বলে এলাকাবাসীর অভিযোগ । এর পেছনে কি বড় কোন মাথা কাজ করছে তাতেও সন্দেহ প্রকাশ করছে এলাকার মানুষ।
আজ যেহেতু চোর টি ধরা পড়ে তাই এলাকার মানুষের উত্তেজনা আরো বেড়ে যায় এবং এই গুজবের তালিকাটা বাড়তে বাড়তে নানা রকম রুপ নেয় । তবে যেহেতু নাবালক সেই ভাবে তাকে মারধর করা হয়নি তবে লাইট পোস্টে হাত পা বেঁধে রেখে দেওয়া হয় বাচ্চাটিকে নাম মঃ সনু।
এলাকার মানুষ মনে করছেন যে থানায় নিয়ে যাবার পর তার থেকে জিজ্ঞাসা করে জানতে পারবেন আরো কতজন এই কাজে লিপ্ত রয়েছে কারণ এই এলাকায় দীর্ঘদিন ধরে এই চুরি হয়ে যাচ্ছে। মানুষ পুলিশের উপর আশা রাখছে পুলিশ কি করে উঠতে পারে সেটাই দেখার।