নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৪,অক্টোবর :: ঘূর্ণিঝড় ‘দানা’র আতঙ্কে কাঁপছে বাংলা-ওড়িশা। আজ, বৃহস্পতিবার রাতেই ধামরা বন্দর ও ভিতর কণিকার মাঝে ল্যান্ডফল। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাংলার উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা মারাত্মক।
বিপদ এড়াতে ইতিমধ্যে প্রস্তুত প্রশাসন। ২৪ ও ২৫ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বন্ধ থাকবে ফেরি পরিষেবাও।আপাতত ‘দানা’টি পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে।
ধামরা বন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক এবং সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে সেটি।।
নদিয়া জেলার কল্যাণী চাকদহ সহ হরিণঘাটায় বৃষ্টি শুরু হয়েছে। চাকদহ ব্লকের গৌরনগর গঙ্গার ঘাট, কল্যাণী ব্লকের তারিনীপুর গঙ্গার ঘাট, সান্যাল চর গঙ্গার ঘাট, চরসরাটি গঙ্গার ঘাট, মাঝেরচর গঙ্গার ঘাট, কাঁচরাপাড়া গঙ্গার ঘাটগুলোতে খেয়া পারাপারের নিষেধাজ্ঞার নোটিশ ঝুলিয়েছে ব্লক প্রশাসন।