নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৭,অক্টোবর :: পূর্ব বর্ধমান জেলার হাতেগোনা আর কয়েকটা দিন পর বাঙালির দ্বিতীয় শ্রেষ্ঠ পূজা কালীপুজো । এদিকে ঘূর্ণিঝড় দানার কারণে লাগাতার টানা বৃষ্টি । মণ্ডপ তৈরিতে বাধার মুখে পড়ছে পুজো উদ্যোক্তারা ৷
গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়েছিল উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় । তার কিছুটা প্রভাব আমাদের বাংলায় এসে পড়ে। পূর্ব বর্ধমান জেলায় দানার প্রভাব না থাকলেও দুদিনের টানা বৃষ্টিতে থমকে গিয়েছে কালীপুজোর মণ্ডপ তৈরির কাজ ৷ হাতে গোনা মাত্র পাঁচ-ছ’দিন ৷
এই সময় দেবীপুরে কালীপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে ৷ বেশ কয়েক বছর ধরে মেমারি থানার দেবীপুরে বিগ বাজেটের কালীপুজো করে আসছে উদ্যোক্তারা। টানা দুদিনের বৃষ্টির কারণে প্যান্ডেল বাধার কাজ করা যায়নি। মন্ডপে বাঁশ পোতা হলেও মণ্ডপ তৈরীর কাজ করা যাচ্ছিল না।
তবে আজ আকাশ পরিষ্কার হওয়ায় সকাল থেকেই জোর কদমে চলছে মন্ডপ প্রস্তুতির কাজ । প্রাকৃতিক বিপর্যয় ও বৃষ্টির জেরে মণ্ডপ ও প্রতিমা তৈরিতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে মণ্ডপ সজ্জা ও প্রতিমা শিল্পীদের ৷ তাই সবার ভরসা এখন ভগবান ৷