ঘূর্ণিঝড় দানার প্রভাবে আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ তাতেই ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের মৃৎশিল্পীরা ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: বুধবার ৩০,অক্টোবর :: ঘূর্ণিঝড় দানার প্রভাবে আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ তাতেই ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের মৃৎশিল্পীরা । হাতে মাত্র একদিন বাকি তারপরই কালীপুজো ৷ এখন তড়িঘড়ি আগুন জ্বেলে ও ফ্যান চালিয়ে জোরকদমে চলছে প্রতিমা শুকানোর কাজ ।

সামনেই কালী ও জগদ্ধাত্রী পুজো ৷ তার কিছুদিন আগেই এহেন স্যাঁতস্যাতে আবহাওয়ার জেরে বিপাকে পড়েছে জেলার মৃৎশিল্পালয়গুলি ৷ আসন্ন দুটো বড় পুজোর প্রতিমা তৈরির কাজে ব্যাঘাত ঘটায় চিন্তিত শিল্পীরা ৷ বিগত তিনদিন ধরে এহেন আবহাওয়ায় প্রতিমা শুকাতে রীতিমতো হিমসিম খাওয়ার অবস্থা ৷ মাঝে মাঝে বৃষ্টি আসায় প্রতিমা বের করে রোদেও দেওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =