ঘূর্ণিঝড় সিত্রাং এর জন্য আপাতত তিন দিন বন্ধ রাখা হচ্ছে সুন্দরবনের জঙ্গল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: ঘূর্ণিঝড় সিত্রাং এর জন্য আপাতত তিন দিন বন্ধ রাখা হচ্ছে সুন্দরবনের জঙ্গল। মরশুমের প্রথমে এইভাবে জঙ্গল খোলার পর ঝড়ের জন্য তিন দিন বন্ধ থাকার কারণে যথেষ্ট সমস্যার মুখে পড়েছে ব্যবসায়ীরা।। ইতিমধ্যেই বহু পর্যটক ফিরেও আসতে শুরু করেছে সুন্দরবন থেকে।

অক্টোবরের ২৪-২৫ ২৬ এই তিন দিন বন্ধ থাকবে সুন্দরবনের সমস্ত জঙ্গল সাফারি। সজনেখালি সুধন্যখালী দো বাকি সমস্ত পর্যটন কেন্দ্র গুলি বন্ধ থাকার কারণেই আপাতত ঢুকতে দেওয়া হবে না পর্যটকদেরকে। ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র এবং চিড়িয়াখানাকেও বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে পর্যটকদের ফেরানোর কাজ।

নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন পর্যটন এলাকা গুলিতেও। ঝড়ের কারণেই সমস্ত জলে যান গুলি ফিরতে শুরু করেছে নিরাপদ আশ্রয়। মরশুমের প্রথমেই সাইক্লোনের ধাক্কায় একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতি হতে শুরু পারেন পর্যটন ব্যবসার সঙ্গে ব্যবসায়ীরা অন্যদিকে জল যান গুলিও ক্ষতি হতে পারে পরিকাঠামো গত ভাবে। সব মিলিয়ে ঝড়ের পূর্বাভাসে ক্ষতির মুখে পড়তে চলেছেন সুন্দরবনে পর্যটন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =