কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: দিল্লি নিউজ ব্যুরো :: বুধবার ২০,আগস্ট :: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থাপিত বিল আজ গৃহীত হয়েছে। তবে বিল নিয়ে বিরোধী শিবিরে তীব্র আপত্তি জানানো হয়। বিরোধীরা বারবার স্লোগান তুলে সংসদ কক্ষ জুড়ে হইচই সৃষ্টি করে।বিলটি আলোচনার সময় বিরোধীরা অভিযোগ তোলে, কেন্দ্র সরকার আলোচনার পর্যাপ্ত সুযোগ দিচ্ছে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘন করছে। স্পিকার একাধিকবার বিরোধীদের আসনে ফিরে যেতে আহ্বান জানালেও তাতে কোনও ফল মেলেনি।
শেষ পর্যন্ত হট্টগোলের মধ্যেই ভোটাভুটির মাধ্যমে শাহের বিল পাশ হয়ে যায়। সরকারি শিবিরে উচ্ছ্বাস দেখা গেলেও বিরোধীরা এই বিলের বিরোধিতা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে