নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: বুধবার ১০,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার জামালপুরে চকদিঘী অঞ্চলে চকদীঘির আমবাগান এলাকায় হনুমান জীর পুজোয় মাতলেন এলাকাবাসীরা। মঙ্গলবার থেকে শুরু হয়ে চারদিন চলবে এই পূজা। এই পুজোকে কেন্দ্র করে একটা সম্প্রীতির পরিবেশ পরিলক্ষিত হয়।
হনুমানজীর এই পুজো উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান। সঙ্গে ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য আজাদ রহমান ও পঞ্চায়েতের উপ প্রধান পার্থ প্রতিম শেঠ সহ অন্যান্যরা।
পুজোর উদ্বোধন করে মেহেমুদ খান বলেন এখানে এই পুজো উদ্বোধন করতে এসে তাঁর খুবই ভালো লাগছে। তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য। যে কোনো পূজোতেই জামালপুরে এই সম্প্রীতির আবহ দেখতে পাওয়া যায়।
তিনি বলেন এটাই পশ্চিমবঙ্গ। এখানে কোনো ধর্মীয় গোঁড়ামি নাই। সকল ধর্মের মানুষ একে অন্যের পুজো বা উৎসবে অংশ নেন। আজাদ বাবু বলেন এই পুজো চারদিন ধরে চলবে । আর এই উপলক্ষ্যে এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ভক্ত সাধারণদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

