চট্টায় যাত্রী বোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো খালে । শিশুসহ আহত ৩

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: মহেশতলা চট্টা কালিকাপুর রোডের মাঝেরপুলের কাছে রাতে যাত্রী বোঝাই টোটো নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো খালে বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি ওই নোংরা জল থেকে এক শিশু ও তার মা সহ তিনজনকে উদ্ধার করে বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয় চিকিৎসার জন্য ।

এরপর চাঞ্চল্য ছড়ায় এলাকায় চট্টা কালিকাপুর রোড ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের খোঁজ খবর নেয় ইতিমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে খালি পড়া টোটো টিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় পুলিশ পাশাপাশি ঘটনার পর পলাতক চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 13 =