নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চড়াইমহল এলাকায় বাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল। মৃতের নাম জ্যোতিবর্ধন দাস, বয়স আনুমানিক ৪৫। এদিন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে।
নিজের ঘর থেকে জ্যোতিবর্ধন দাসের পচাগলা দেহ উদ্ধার করে বারবিশা ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, বাড়িতে তিনি একাই থাকতেন। তাঁর জেঠতুতো ভাই নীলকমল বর্ধন দাস এদিন ঘরের ভেতরে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।