সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: বুধবার ১৮,অক্টোবর :: চলছে পুজোর মরশুম আর এই পুজোর মরশুমের মধ্যে রাতারাতি দুই বন্ধু হয়ে গেল কোটিপতি। এটি কোন রূপকথার গল্প নয় বাস্তবে এমনই ঘটনা ঘটেছে। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন দুজন।
স্থানীয় সূত্রে জানা যায় রায়দিঘির হালদারপাড়ার বাসিন্দা পিন্টু হালদার ওই এলাকায় একটি মুদিখানার দোকান রয়েছে পিন্টুর। পিন্টু প্রতিদিনের মতনই ওর বন্ধু নেপাল ঘুরুই এর সাথে রায়দিঘি ব্লকের কাছারি মোড়ে একটি লটারির দোকানে লটারির টিকিট কাটতে যান।
বন্ধুর কথায় নেপাল ঘোরুই একটি টিকিট কাটে। এক টিকিটে কেল্লাফতে হলো দুই বন্ধুর। রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেল দুজনের। লটারিতে প্রাপ্তি এক কোটি টাকা। রাতারাতি দুজনে হয়ে গেল কোটিপতি। এই কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাতারাতি কোটিপতি হয়ে আনন্দিত নেপাল ও পিন্টু।
এই টিকিটের অর্থ দিয়ে নতুন একটি ব্যবসা করতে চায় পিন্টু হালদার। নেপাল ঘোড়াই তিনি বলেন, আমি পেশায় রাজমিস্ত্রি। দিনাআনি দিন খাওয়া সংসার এই টাকা পাওয়াতে আমার সংসারের হাল কিছুটা ফিরবে। এই টাকায় আমি একটি নতুন ব্যবসা শুরু করতে চাই।