চতুর্থ দিনের শেষে ম্যানচেস্টার টেস্টে টাটকা বাতাস ভারতীয় শিবিরে! ইংল্যান্ডকে পাল্টা চ্যালেঞ্জ গিল ,রাহুলের ।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ২৮,জুলাই :: অন স্ক্রিন রূপকথা এবার রিয়েলে। ম্যানচেস্টার যুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে আদম্য লড়াই গিল আর রাহুলের। দ্বিতীয় ইনিংসে ৩১১ রানের পিছিয়ে ভারত শুরুতেই পরপর দুই উইকেট হারিয়ে পরাজয়ের রাস্তায় চলা শুরু করেছিল। তবে সেখান থেকে ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক গিল ও রাহুল।এই দুই মহারথীর আদম্য লড়াই দেখল ম্যানচেস্টার। ইচ্ছা থাকলে অসম্ভব ও সম্ভব হয়ে যায়। যা আজ করে দেখালেন ভারতের অধিনায়ক শুভমান গিল ও রাহুল। চতুর্থ দিনের শেষে ভারতের রান সংগ্রহ ১৭৪/ ২ উইকেট হারিয়ে। ক্রিজে অপরাজিত রয়েছেন কে এল রাহুল ৮৭, শুভমান গিল ৭৮ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুতে অক্সিজেনের অভাবে ম্রিয়মাণ ভারত গিল ও রাহুলের সৌজন্যে চতুর্থ দিনের শেষে টাটকা বাতাস পেয়েছে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয় সম্মুখীন হয় ভারতীয় ক্রিকেট দল। প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। সেখান থেকে দলের হাল ধরে ভারতীয় অধিনায়ক ও কেএল রাহুল।

মাথা ঠান্ডা করে ইংরেজ বোলারদের আগুন ঝরানো বোলিং সামলান তারা। তাদের অবিচ্ছেদ্য ১৭৪ রানের জুটি ভারতকে ভরসা যোগাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =