চন্দনগরের মেয়ে পিয়ালী মাথায় ২৩লাখের ঘাটতি নিয়ে অক্সিজেন ছাড়াই এভারেষ্টের পথে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::চন্দননগর :: দ্বিতীয়বারের জন্য এভারেস্ট অভিযানে যাওয়া এবং প্রথমবারের জন্য বিনা অক্সিজেনে এভারেস্ট অভিযানে যাওয়া পিয়ালীকে দেখতে চন্দননগর স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে সাধারণ মানুষের ভিড়।

এর আগে ধৌলগিরি সহ 8 কিলোমিটার উচ্চতায় বিনা অক্সিজেনের ওঠার অভিজ্ঞতা নিয়েই এভারেস্ট জয়ের লক্ষ্যে চন্দননগর ছাড়লো পিয়ালী। পেশায় স্কুলশিক্ষিকা পিয়ালী বসাকের পর্বত আরোহনের নেশা দমে যায়নি আর্থিক সংকটের কাছে।এবার তার এভারেস্ট অভিযানের জন্য দরকার ছিল ৩৫ লক্ষ টাকা যার মধ্যে তার এখনো পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ১২ লক্ষ টাকা। আর বাকি টাকার প্রশ্ন উঠতেই পিয়ালির জবাব সাধারণ মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারের উপর আস্থা আছে আর যদি তা না হয় তাহলে বাড়ি বন্ধক দিয়েই আমার ইচ্ছা পূরণ করব।রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এর কাছেও আবেদন জানিয়েছে পিয়ালী। যদিও আর্থিক চিন্তা কাটিয়ে কতটা সাবলীলভাবে পিয়ালী তার লক্ষ্যে পৌঁছতে পারে সেটাই এখন দেখার। আগামী ১১ ই এপ্রিল বেস ক্যাম্প থেকে এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেবে পিয়ালী।

চন্দনগরের ক্রীড়া সংগঠনগুলি পিয়ালীর পাশে এসে দাঁড়িয়েছে । তাদের আশা পিয়ালী এই সংকট কাটিয়ে সফল হয়েই ফিরবে বিজয়ীর মুকুট মাথায় নিয়েই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =