চন্দনগাছ চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ ::ঝাড়গ্রাম :: চন্দনগাছ চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দা রা। ওই ঘটনায় যুক্ত আরও দুজনকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ।

ঝাড়গাম পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের রাজ কলেজ সংলগ্ন আনন্দ পল্লী এলাকায় এক বাসিন্দার বাড়ির সামনে থাকা চন্দন গাছ কেটে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আয়ুষ্মান রাজপুত নামে এক যুবককে বেঁধে গণধোলাই দেয় স্থানীয় রা।

সৌরভ দাস ও সৌমেন দত্ত নামে তিনজনকে শুক্রবার গভীর রাতে ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করে। ওই তিনজনের মধ্যে আয়ুষ্মান রাজপুতের বাড়ি উত্তরপ্রদেশে ,বাকি দুজনের বাড়ি ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় ।দিনের পর দিন ঝাড়গ্রাম শহরে চন্দন গাছ চুরির ঘটনা ঘটছে। যার ফলে নড়েচড়ে বসে ঝাড়গ্রাম থানার পুলিশ ।

তাই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার গভীর রাতে ওই তিন যুবককে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। শনিবার ঝাড়গ্রাম আদালতের বিশেষ আদালতে চন্দন গাছ চুরির অভিযোগে অভিযুক্ত তিন যুবককে তোলা হয়। তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে ঝাড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 11 =