চন্দননগরবাসী মাততে শুরু করল দেবী হৈমন্তীকার আগমনের অপেক্ষায়।(মা জগধাত্রীর কাঠামো পূজার শুরু) |

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: হুগলি দশমীর অন্য চিত্র রাজ্য জুড়ে যখন দেবী উমার বিসর্জনে বিষাদের সুর ঠিক তখনই চন্দননগরবাসী মাততে শুরু করল দেবী হৈমন্তীকার আগমনের অপেক্ষায়।(মা জগধাত্রীর কাঠামো পূজার শুরু) | গোটা রাজ্য যখন মা দুর্গার বিদায়ের বিষাদে মন ভারাক্রান্ত করতে শুরু করেছে।

চন্দননগরবাসী ঠিক তখন থেকেই দেবী জগদ্ধাত্রীর আগমনের অপেক্ষায় আজ থেকে দিন গোনা শুরু করল।  রীতি মেনে চন্দননগরের বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটিতে কাঠামো পুজো অনুষ্ঠিত হয়ে গেল আজ। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো এদিনও বৃষ্টির ভ্রুকুটি পিছু ছাড়েনি। বৃষ্টিকে মাথায় নিয়েই চলে কাঠামো পুজো। দুর্গা পুজোর ঠিক একমাস বাদে চন্দননগরে শুরু হয় জগদ্ধাত্রী পুজোর। আলোর মালায় সেজে উঠবে গঙ্গা পাড়ের শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =