নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রিষড়া :: বুধবার ১৩,নভেম্বর :: চন্দননগরের জগদ্ধাত্রী পূজোর শেষ হওয়ার পর শুরু হয় রিষড়াতে জগদ্ধাত্রী পূজা। চন্দননগরকে টেক্কা দিয়ে রিষড়াতেও মহাসমারহে পালিত হয় জগদ্ধাত্রী পুজো। রিষড়া স্টেশন থেকে কাতারে কাতারে দর্শনার্থী ভিড় জমাচ্ছে রিষড়ার বিভিন্ন মন্ডপের দিকে।
ভিড় এড়াতে রিষড়া স্টেশন চত্বরে প্রচুর পরিমাণে রেল পুলিশ দেওয়া হয়েছে। যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে ঘন ঘন মাইকিং করা হচ্ছে দুর্ঘটনা এড়াতে এই ব্যাবস্থা নিয়েছে রেল পুলিশ। রিষড়া স্টেশন সংলগ্ন রেল গেটের সামনে অস্থায়ী মঞ্চ করে নজরদারি চালিয়ে যাচ্ছে রেল পুলিশ।
চন্দননগরের জগদ্ধাত্রী ঘরানা একরকম আর রিষড়াত জগদ্ধাত্রী পুজোর ঘোড়া না আরেক রকম তাই যেসব মানুষ চন্দননগরেও যান। সেসব মানুষ কিন্তু রিষড়াতেও দৌড়ে আসেন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যখন শেষ হয়। বিজয় দশমী থেকে পাঁচ দিনের জন্য শুরু হয় রিষড়ার পুজোর ।