চন্দননগরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ও বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: রবিবার ২,নভেম্বর :: চন্দননগরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ও বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রা। শহরের স্ট্যান্ড রোড, স্ট্র্যান্ড প্রমেনেড ও আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

দূরদূরান্ত থেকে আসা হাজার হাজার মানুষ চোখে দেখলেন চন্দননগরের সেই বহুল প্রতীক্ষিত আলোর উৎসব নিরঞ্জন শোভাযাত্রা।এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে ৭০টি বারোয়ারি ও ২৪৫ টি লরি। প্রতিটি লরিতে ছিল মনোমুগ্ধকর প্রতিমা, আলোয় সাজানো ছিল শিল্পকর্ম । আর বাদ্যবাজনার ছন্দে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।

চন্দননগরের আলোকশিল্পীরা তাদের সৃজনশীলতা ও কারিগরি দক্ষতায় আলোর জাদু ছড়িয়ে দেন চারপাশে । যেন রাতের আকাশ নেমে এসেছে গঙ্গার ধারে।

শোভাযাত্রা পরিদর্শনে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগর পৌরসভার মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল, এবং চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি।

তাঁরা প্রত্যেকে শোভাযাত্রার আয়োজন, আলোকসজ্জা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশের প্রশংসা করেন।চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি জানান, “অত্যন্ত সুষ্ঠুভাবে শোভাযাত্রা পরিচালিত হয় । নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার ওপর সর্বক্ষণ নজর রাখা হয়।”

পুরো শোভাযাত্রা জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ ট্রাফিক কন্ট্রোল, নজরদারি টাওয়ার এবং পুলিশি টহল। প্রশাসনের তৎপরতা ও মানুষের সহযোগিতায় নিরঞ্জন শোভাযাত্রা কেবল এক উৎসব নয়—বরং চন্দননগরের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের এক জীবন্ত প্রতীক হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =