নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: ঘর থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম দামোদর মোদী (১৩)। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে চন্দননগর কাঁটাপুকুরের ঘটনা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, দুই ভাই বোনের মধ্যে দামোদর বড়। বাবা-মায়ের সঙ্গে তারা কাঁটাপুকুরের ওই বাড়িতে ভাড়া থাকত । বাবা ধনেখালির একটি হোটেলের কর্মী। মা চন্দননগর লঞ্চ ঘাটের কাছে কচুরি বিক্রি করেন। এ দিন ওই ছাত্রের মাসি বাড়িতে ছিলেন।
সকালে বাবা-মা দু’জনেই কাজে বেরিয়ে যান। মাসি ও বোন ঘুমোচ্ছিল। বিকেলের পর মাসি উঠে দেখেন টালির চালের বাঁশে মায়ের ওড়না জড়িয়ে ঝুলছে সে। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহ পাঠানো হয়।

