নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: চন্দননগরের ভদ্রেশ্বরের কৃষ্ণবাটি এলাকায় বেপরোয়া গতির বলি হলেন এক সাইকেল আরোহী।
মৃতের নাম অশোক পরামানিক (৫৫)। স্থানীয় সূত্রে খবর, সাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা তিন যুবকের একটি বাইক সজোরে তাঁকে ধাক্কা মারে।
তীব্র ধাক্কায় অশোকবাবু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর মাথায় আঘাত পান। পরিবারের দাবি, ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে শোক ও ক্ষোভ। বেপরোয়া বাইক চালানো নিয়ে ফের প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ।

