নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: মঙ্গলবার ১২,নভেম্বর :: চন্দননগর আলোর শহর । চন্দননগরের শোভাযাত্রায় বিভিন্ন বারোয়ারির চমক চোখে পড়ার মতো । এখানে জগদ্ধাত্রী মানেই আলোর খেলা । ঐতিহাসিক শোভাযাত্রা দেখতে রাজ্য তথা দেশ-বিদেশে থেকেও বহু মানুষ চন্দননগর মুখি হন।
চন্দননগর স্ট্যান্ড রোডে সোমবার রাতে শোভাযাত্রা দেখতে ভিড় উপছে পড়ে ভিড় । রাত যত গড়িয়েছে ততই মানুষের ঢল নামে চন্দননগরের বুকে। আলো যেমন ছিল বিভিন্ন পূজা কমিটির বাজনার ভেলকিও ছিল। বিভিন্ন সুরে ব্যান্ডের মূর্ছনায় অবাক করেছে দর্শনার্থীদের ।
সারা বছর ধরে চন্দননগরের আলোক শিল্পীরা পরিকল্পনা করেন এই দিনটির জন্য । এখান থেকেই তাদের দেশে বিদেশ পাড়ি দেওয়ার ডাক আসে । তাই কেউ আলোর যাদুতে পিছিয়ে থাকতে রাজি নয়।
চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ও ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল পরিষ্কার জানান যে হারে মানুষ বাড়ছে তাতে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে । দিন দিন বাইরে থেকে আসা লোকজনের সংখ্যাও বাড়ছে তাদের থাকার ব্যবস্থা আরো করতে হবে আমাদের তরফ থেকে।