চন্দননগর জগদ্ধাত্রী পুজায় ষষ্ঠীরর দিন সকাল থেকে মানুষের ঢল – হেলা পুকুরের ঠাকুরের বৈশিষ্ট্য সোনার অলংকারে মোড়া।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: চন্দননগর জগদ্ধাত্রী পুজায় ষষ্ঠীরর দিন সকাল থেকে মানুষের ঢল হেলা পুকুরের ঠাকুরের বৈশিষ্ট্য সোনার অলংকারে মোড়া। হেলাপুকুরের এবারের থিম আলপনা ।

এতদিন মেঝেতে বা সমতলে নিচে আলপনা দেয়ার প্রচলন ছিল কিন্তু এই পুজো কমিটি আল্পনাতে বিভিন্ন রূপে দেয়ালের গায় প্যান্ডেলের উপর ঝুলন্ত অবস্থায় আলপনা কে বিভিন্ন রূপে বিভিন্ন ডিজাইনের তুলে ধরেছেন মানুষকে আলপনা মুখি করতেই এই উদ্যোগ সেটা পরিষ্কার।

এখানে ঠাকুরের সোনার অলংকারে সামনের কাচের পাটাতনেই প্রতিচ্ছবি কে ডবল রূপে দেখা দিচ্ছেন। জগধাত্রী ঠাকুর দেখতে চন্দননগরে এতদিন আলো ও ঠাকুরের উচ্চতা দেখতেই মানুষের ঢল নামতো এবার থিমের ছোঁয়াতেও মানুষ প্যান্ডেল মুখী হচ্ছে। পুজো কমিটির সদস্য আমাদেরকে জানালেন তাদের এই চিন্তাভাবনার কথা, ঠাকুরকে সোনা দিয়ে সাজানোর ব্যাপারেও বললেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =