নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দনগর :: চন্দননগর থানা পরিদর্শনে এলেন, বিধানসভার ষ্টান্ডিং কমিটির সদস্যরা। তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের নেতৃত্বাধীন এই স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মধ্যে ছিলেন বিধায়ক বাবুল সুপ্রিয় দেবাশীষ কুমার, তপন দাশগুপ্ত বিজেপির দুই বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এবং অম্বিকা রায় সহ ২০ জনের এক প্রতিনিধি দল।তাঁরা বেশ কিছুক্ষণ চন্দননগর থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত প্রসাদ জাভালগী সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন তারা মূলত চন্দননগর থানায় কি কি উন্নয়নমূলক কাজ করা হয়েছে তা খতিয়ে দেখেন ।
চন্দননগর থানা থেকে তাঁরা উপস্থিত হন চুঁচুড়া মহিলা থানায়। সেখানে সরকারী উন্নয়ন প্রকল্পের ছোঁয়া থানায় কতটা পড়েছে সে বিষয়ে খোঁজখবর নেন। এখান থেকে রিপোর্ট সংগ্রহ করে থানায় জমা দেওয়া হবে বলে জানান স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অসীমা পাত্র।