দানিস আলী :: সংবাদ প্রবাহ : চন্দননগর :: আর কিছু দিনের মধ্যেই আসতে চলেছে চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজো । পুজো কমিটির সদস্যদের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর রবীন্দ্র ভবনে। গত দুই বছরের যা যা নির্দেশিকা ছিল তাই বহাল রাখা হয়েছে। এই বছর ঐতিহাসিক জগদ্ধাত্রী পূজার কোন শোভাযাত্রা বের হবে না বলে জানিয়ে দেওয়া হয়।
এই বছররে দুদিন ধরে প্রতিমা বিসর্জন হবে বলে জানা যায়। কোভিড বিধিকে মাথার রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ১৯১ টি পুজো হয় এবং ১৮ টি ঘাটে বিসর্জন হয়ে থাকে। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অর্নব ঘোষ, চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, জেলা প্রশাসক পি দ্বীপাপ প্রিয়া সহ সমস্ত প্রশাসনিক আধিকারিক বৃন্দ এবং পুজো কমিটির সদস্য সদস্যা বৃন্দরা।