নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শনিবার ১৮,জানুয়ারি :: চন্দননগর ফটোগড়ায় গ্যাস সিলিন্ডার বাস্ট করে আহত এক মহিলা। রানু রায়৫৫। আজ সকাল বেলা ঘুম থেকে উঠে রান্না করে যেতে ইলেকট্রিক সুইচ দিতেই বিকট আওয়াজ করে ব্লাস্ট হয়। এতেই আগুনে ঝলসে যান মহিলা। তার পিছনে পুরো অংশ পুরে যায়।
সেই ব্লাস্টে চারটি দরজা ও দুটি জানালা ভেঙে যায়। বেশ কয়েকটি সুইচবোর্ড ও ভেঙে ঝুলতে থাকে। ওই বাড়ির নিচের তলায় দুটি পরিবার থাকে তারাও হতচকিত হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে মহিলাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় ।তিনি এখন চিকিৎসাধীন।
পরিবারের দাবি গতকালই গ্যাস লাগানো হয়েছিল সেখানেই কোন ভাবে লিক করে গ্যাস্। আজ সকালে সুইচের ফায়ারিংয়ে ব্লাস্ট করে। যদিও গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। সারারাত ধরে গ্যাস লিক করে এই পরিস্থিতি হয়েছে বলে অনুমান।