নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: চন্দন নগরের চাউল পট্টির পুজো আদিমা নামেই পরিচিত অনেকে বড়মা বলে থাকেন পুজোর জোগাড়ের সময় স্থানীয় পুরুষেরা অংশগ্রহণ করেন দেখলে মনে হবে সবাই বুঝি পুরোহিত। কিন্তু না ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করেন কিন্তু এই পুরোহিত রুপি স্থানীয় পুরুষরা।
৩০০ বছরের অধিক প্রাচীন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনা এই পুজো থেকেই। আজ লাইভ থিমের ধারে ভারে অন্যদের সমসাময়িক না হলেও মায়ের মহিমা ঠিক কতটা তা উপচে পড়া দর্শনার্থীদের ভিড় দেখলেই আপনারা উপলব্ধি করতে পারবেন। এই পুজোর বিশেষ নিয়ম কোন মহিলা এই পুজোর জোগাড়ে থাকতে পারেনা পুরুষরাই মূলত সমস্ত পুজোর জোগাড় করেন।