নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: সোমবার ২৩,অক্টোবর :: বাঙালীর শ্রেষ্ঠ পুজো দূর্গাপুজো সপ্তমী অষ্টমী ও নবমী তিনদিন তো বটেই দশমীতেও বাঙালী মেতে থাকে এই পুজো ঘিরে।
এমনই একটি দিন অষ্টমী ঘিরে পুরো চন্দ্রকোনা মেতে রইল দিনভর সন্ধ্যায় প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় উপচে পড়ল। ঢাকের আওয়াজ আর সন্ধ্যার আরতি ও অষ্টমী পুজো ঘিরে এদিন বাঙালীর ছিল এক আলাদা উন্মাদনা।
অষ্টমীর ভীড় আর প্যান্ডেলের মনোমুগ্ধকর দৃশ্য এদিন পুজো দেখার মাত্রা বাড়িয়ে দিয়েছে। কোথাও আলোর সজ্জা কোথাও প্যান্ডেলের দৃশ্য ও থিমের কারসাজির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান মাইকের গমগম আওয়াজ ও রাস্তায় খাবার দোকানে খাওয়াদাওয়া ঘোরাঘুরি সুন্দর সাজার প্রতিযোগীতা ঘিরেই এদিন অষ্টমীর সন্ধ্যায় মেতে ছিল গোটা বাংলা।
বাঙালীর দূর্গাপুজোর সাবেকীয়ানা হারিয়ে গেলেও ফিরেছে থিম হয়ে তবুও যে বাঙালীর দূর্গাপুজোর প্রতি আবেগ একটুও কমেনি তা এদিনের ঢলে প্রমানিত।।