নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৩,এপ্রিল :: ঘটনা প্রসঙ্গে জানা গেছে শিলিগুড়ি ৪ নং ওয়ার্ডের যতীনগরে শনিবার রাতে নদীর ঘাটে পুজো দিতে যান ভক্তরা। সেই সময় ওই ঘাটে বসে ছিল জনা ৬ দুষ্কতি । অভিযোগ রয়েছে চরক ভক্তদের উপর চড়াও হয় তারা এবং বিয়ারের বোতল ছুড়ে আঘাত করে বলে ।
এর পরে শুরু হয় মারধর। ঘটনায় দুইজন আহত হন। দ্রুত আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে এই হামলার অভিযোগ তুলে শিলিগুড়ি খালপাড়া ওপিতে অভিযোগ দায়ের করা হয়।
আহতদের দেখতে শিলিগুড়ি জেলা হাসপাতালে যায় বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি জানান এই রাজ্যে একটি হিন্দু বিরোধী সরকার তৈরি হয়েছে। রাজ্যের একের পর এক জায়গায় যেভাবে হিন্দুদের উপর আক্রমন হচ্ছে তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশের মতন একই কায়দায় এ রাজ্য লুটপাট চলছে।