চরব্রহ্মনগর সেবক সমিতির দুর্গা পূজার গোটা মন্ডপ তৈরি হয়েছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে কাল্পনিক একটি মন্দির – দুর্গা প্রতিমা আর্টের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: মঙ্গলবার ৮,অক্টোবর :: নদীয়ার নবদ্বীপ চরব্রহ্মনগর সেবক সমিতির দুর্গা পূজা। গোটা মন্ডপ কি তৈরি হয়েছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে কাল্পনিক একটি মন্দির। দুর্গা প্রতিমা আর্টের।

নদীয়ার নবদ্বীপে গ্রাম্য পুজো হলেও এবারে এই পূজার ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বছর ফুটবল খেলা নিয়ে থাকে এই ক্লাব। তবে ১৯৫৩ সালে ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দুর্গ পুজো নিয়ে মেতে ওঠে এই ক্লাব ফুটবলের পাশাপাশি দেবী বন্দনায় মাতে সমস্ত ফুটবলার থেকে শুরু করে গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + three =