দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: চরম বিশৃঙ্খলা র মধ্যেই নির্বাচন বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ নমিনেশন জমা করলো তৃনমূল কংগ্রেস। অসন্তোষের কারনে ঝাড়গ্রাম শহর থেকে দলীয় কর্মীদের না পেয়ে বাইরে থেকে লোক এনে মিছিল করে।উড়িষ্যা থেকে আনা হয় ডিজে। তাসা, ব্যান্ডপার্টি।
ঝাড়গ্রাম শহরের পুরো ভোটে শহরের লোক সামিল না হয়ে বাইরে থেকে লোক এনে মিছিল করায় বিরক্ত দলের এক বড় অংশ। বিরক্ত ঝাড়গ্রাম বাসীও।
বক্তব্য মাওবাদী সমস্যার সময় ও শহরে এভাবে বাইরের লোক এনে মিছিল হয়নি, যে ভাবে আজ শাসক দল শহরে বিশৃঙ্খলা করার চেষ্টা করলো। প্রশাসনের কাছে জানতে চাইলে তারা জানান নির্বাচন কমিশন এর নিয়ম অনুযায়ী মিছিল এর অনুমতি নেই।