নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলদা :: শনিবার দুপুরে ফলকনামা এক্সপ্রেসের একটি এসি ও দুটি জেনারেল বগি ট্রেন থেকে খুলে যাওয়ায় আটকে থেকে যায় ট্রেনের এই তিনটি বগি। ইঞ্জিন সহ বাকি ২২ টি বগি প্রায় এক কিলোমিটার এগিয়ে যায় পরে চালকের তৎপরতায় এমার্জেন্সি ব্রেক দিয়ে দাঁড় করানো হয় গাড়িটিকে।এরপর দক্ষিন পূর্ব রেলের ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল স্টাফেরা এসে এসে ট্রেনের বাকি সমস্ত বগি জুড়ে দেওয়ায় প্রায় ৪৫ মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
ফলকনামা এক্সপ্রেস ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া দিকে যাচ্ছিল । সেই সময় বেলদা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। আর এর জন্য সাময়িকভাবে বিপর্যস্ত হয় ট্রেন চলাচল ।