চলন্ত ট্রেনে এক রেল যাত্রী নগদ এক লক্ষ টাকা সহ খোয়া গেল দরকারি কাগজপত্র।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৪,অক্টোবর :: ফের রেল যাত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল মালদায়। এইবারে চলন্ত ট্রেনে এক রেল যাত্রী নগদ এক লক্ষ টাকা সহ খোয়া গেল দরকারি কাগজপত্র। এই বিষয়ে রেলযাত্রী মালদা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। রেল পুলিশ সূত্রে জানা গেছে

মালদা শহরের রথ বাড়ির এলাকার মানস কুন্ডু নামে এক ব্যবসায়ী গত দুইদিন আগে তিনি বিধান নগর যান ছেলেকে মেডিকেলে ভর্তি করতে। সেই কাজ ছেড়ে গতকাল মালদা আসার জন্য বিধান নগর রেলস্টেশনে গৌড় এক্সপ্রেসের এসি টু টায়ার কামরায় ওঠেন। এরপর মালদায় যখন ফেরেন আজ সকালে তখন দেখেন তার ব্যাগ নেই।

কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তিনি ওই ব্যাগের খোঁজ পাননি। এরপর তিনি মালদা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান ওই ব্যাগে আধার কার্ড এটিএম কার্ড ব্যাংকের পাস বই সহ এক লক্ষ টাকা নগদ ছিল। তার সমস্ত কিছুই খোয়া গেছে। তিনি ফের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =