নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ২৭,জুলাই :: চলন্ত ট্রেন থেকে হকার কে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আরপিএফ এর বিরুদ্ধে। আসানসোল স্টেশন ঢোকার মুখে চেন্নাই গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের ঘটনা। আহত অবস্থায় ওই হকার কে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।হকারদের অভিযোগ ট্রেনে প্রায় দিনই আরপিএফরা অত্যাচার চালায়।এদিন চেন্নাই গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন থেকে এক হকারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে রেল কতৃপক্ষের দাবি বেআইনী হকারদের বিরুদ্ধে আরপিএফের অভিযান চলছে। যদিও এই ধরনের ঘটনা ঘটে তাহলে ক্ষতিয়ে দেখা হবে।