আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে ভারতের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট।
তিনি জানিয়েছেন, রাশিয়াকে ‘চাপ’ দেওয়ার ক্ষেত্রে ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন।ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আন্তর্জাতিক কূটনীতিতে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি, এবং ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভারতের অংশগ্রহণ অপরিহার্য।
ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন
প্রেসিডেন্টের মতে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধানে ভারতের কূটনৈতিক উদ্যোগ ও নিরপেক্ষ অবস্থান বিশ্ব সম্প্রদায়ের কাছে বিশেষভাবে প্রশংসিত। আন্তর্জাতিক মঞ্চে ভারতের সক্রিয় ভূমিকা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি প্রক্রিয়াকেও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শান্তি প্রক্রিয়ায় ভারতের সক্রিয় সহযোগিতা ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের সম্পর্ককেও আরও ঘনিষ্ঠ করে তুলবে।