চাঁচলে বিরোধী দলনেতার সভার অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাঁচল :: শনিবারে ২০,ডিসেম্বর :: জেলায় রাজ্যের বিরোধী দলনেতাকে পা রাখতে দেবেন না। হুঁশিয়ারি দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তারপরেই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না অনুমতি।

সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ বিজেপির। সভার অনুমতির জন্য সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি। নির্দিষ্ট দিনেই সভা হবে। মাঠ পরিদর্শন করে চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের। শনিবার মালদার চাঁচল সদরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি।

উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ-সভাপতি রতন দাস, মন্ডল সভাপতি মৃগাঙ্গ দাস, জেলা কমিটির সদস্য প্রশান্ত পাল, বিজেপি নেতা লক্ষণ পান্ডে প্রমুখ।আগামী ২ তারিখ চাঁচল কলমবাগান ময়দানে জনসভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জায়গার মালিকের কাছ থেকে সভাস্থলের অনাপত্তি শংসাপত্র মিলেছে। তারপরে বিজেপি নেতৃত্ব সভার প্রয়োজনীয় অনুমতির জন্য চাঁচল থানার আইসি এবং চাঁচল মহকুমা শাসকের দ্বারস্থ হয়।

কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কেন অনুমতি দেওয়া হচ্ছে না তার নির্দিষ্ট কোনো কারণ বলা হচ্ছে না।

এই পরিস্থিতিতে এদিন সাংবাদিক সম্মেলন থেকে পুলিশ প্রশাসন এবং তৃণমূলকে নিশানা করে বিজেপি। তাদের অভিযোগ শুভেন্দু কে সবথেকে বেশি ভয় পায় তৃণমূল।

তাই তৃনমূল চক্রান্ত করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সভা আটকাতে চাইছে।যদিও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সেই নির্দিষ্ট দিনে এই সভা হবে বলে চ্যালেঞ্জ করেছে বিজেপি। সাথে এদিন সভাস্থল পরিদর্শন করে বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fifteen =