চাঁচলে বৃহস্পতিবার দিনভর হাসপাতাল পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: চাঁচলে বৃহস্পতিবার দিনভর হাসপাতাল পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সঙ্গে ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি, চাঁচল মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায়,চাঁচল এসডিপিও সোমনাথ সাহা ও চাঁচল ১ ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শন করা হয়।সেখানে এমার্জেন্সি বিভাগ সহ প্রতিটি বিভাগ ঘুরে দেখেন জেলাশাসক।হাসপাতালে আসা রোগীর পরিজনদের হাতে টিবি মুক্ত ভারত করার শপথের লিফলেট তুলে দেন জেলাশাসক।এসএনসিইউতে ১০ ও সিসিইউতে ৪ টি বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি এদিন হাসপাতালের দ্বিতলে থাকা মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তরে তালা দেখেন ডিএম।খাদ্য সুরক্ষা আধিকারিককে শোকজের নির্দেশ দেওয়া হয়।বারোগাছিয়াতে অবৈধভাবে চলা একটি রাসায়নিক সারও সিল করেন ডিএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =