কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর বিভাগের সামনে তৈরি হয়েছে আবর্জনার স্তুপ। আর সেই জমা আবর্জনার দুর্গন্ধে জীবন অতিষ্ট হয়ে উঠেছে রোগীর পরিজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের। যদিও নোংরা আবর্জনা সাফাই নিয়ে হাসপাতাল কতৃপক্ষ মুখ খুলছেন না | দ্রুত আবর্জনা পরিষ্কারের আশ্বাস বাণী শুনিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান তথা চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায়।আর বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।মালদা মেডিকেল কলেজের পর দ্বিতীয় চিকিৎসা কেন্দ্র চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। চাঁচল মহাকুমার ৬ টি ব্লকের মানুষ আসেন এখানে চিকিৎসা পরিসেবা নিতে। বেশ কয়েক মাস ধরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আউটডোর বিভাগের সামনে তৈরি হয়েছে আবর্জনার ভাগাড়।
রোগীদের ব্যান্ডেজ, তুলো, ওষুধ ও ইনজেকশনের সিরিজ থেকে শুরু করে উচ্ছিষ্ট খাবার সবকিছু ডাই করে রাখা হয়েছে আউটডোর বিভাগের সামনে। আর সেখান থেকে ছড়াচ্ছে বিকট গন্ধ।
শুধু তাই নয় হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষজন ওই অস্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে ডাক্তার দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ। মাসের পর মাস ধরে এই ভাবেই আউটডোর বিভাগের সামনে তৈরি হয়েছে নোংরা আবর্জনার ভাগাড়। বিষয়টি নিয়ে কোন ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয়নি।
কোথায় ফেলা হবে বর্জ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বছর কাবার। না হাসপাতাল কর্তৃপক্ষ, ব্লক প্রশাসন কেউ এখনও পর্যন্ত এই সমস্যার সুরাহা করতে পারেনি।
হাসপাতালের চেয়ারম্যান তথা চাঁচল এর মহকুমাশাসক কল্লোল রায় জানিয়েছেন বিষয়টি জানতে পেরেছি। দ্রুত সেখান থেকে নোংরা আবর্জনা সরিয়ে ফেলা হবে।আর এই ঘটনা সামনে আসতেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল কেন আবর্জনার ভাগাড় ? বলে কটাক্ষ করেছে বিজেপি।
বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, হাসপাতালে শুধু নীল সাদা রং হয়েছে স্বাস্থ্যপরিসেবা বলে কিছু নেই। এ বিষয়ে তৃণমূল নেতা অমিতেষ দেশপান্ডে বলেন, নিয়মিত হাসপাতালে নোংরা পরিস্কার করা হয় কোন কারণে হয়তো হয়নি। তা দ্রুত পরিষ্কার করা হবে। প্রশাসনের আশ্বাসে মিলেছে কিন্তু কাজ কবে শুরু হবে ? চাঁচল বাসির কাছে এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন।