চাঁপাপুকুর ভ্যাবলা মাঝখানে প্রায় পাঁচ কিলোমিটার রেলপথ উত্তর দেবীপুর বাসিন্দারা দীর্ঘদিন ধরে অল স্টেশনের দাবি জানিয়ে আসছে ।

রাজা ভঞ্জ চৌধুরী  :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ২৭,ডিসেম্বর :: উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দেবীপুরের কয়েকশো গ্রামবাসীদের হাসনাবাদ শিয়ালদা লাইনের সবচেয়ে কাঁপাপুকুর ভ্যাবলা মাঝখানে প্রায় পাঁচ কিলোমিটার রেলপথ উত্তর দেবীপুর বাসিন্দারা দীর্ঘদিন ধরে অল স্টেশনের দাবি জানিয়ে আসছে  ।

রেলগেটের সামনে অবস্থান-বিক্ষোভ আবার কখনো রেল লাইনের উপর দাঁড়িয়ে তাদের এই প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন তারা লিখিত আবেদন করেন। এরপর অধীর চৌধুরী রেলের প্রতিমন্ত্রী থাকাকালীন সেখানেও তারা দরবার করেছিলেন।

২০০৯ সালে প্রান্ত সংসদ হাজী নুরুল এর কাছে লিখিত দিয়েছিলেন তারপর ২০১৪ সাল ইদ্রিস আলীর কাছে তারপর বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়ক তারা আবেদন জানিয়েছিলেন তারপর ২০১৯ সাংসদ নুসরাত জাহান এর কাছে।

বারবার সংসদে এই প্রস্তাব গৃহীত হলেও আজ হল্ট স্টেশন হয়নি। সম্প্রতি চলতি বছরের ৪এপ্রিল শিয়ালদহ ডিআরএম ১০ জন এর প্রতিনিধি দল উত্তর দেবীপুর ৩৭, নম্বর রেল গেট সংলগ্ন জায়গা পর্যবেক্ষণ করে গেলেও আর বেশি দূর এগোইনি।

আমরা আজ এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচি করছি যাতে এখানে হল্ট স্টেশন হয় তার দাবি জানাচ্ছি কিন্তু প্রায় ২৪,বছর কেটে গেলেও আজও পর্যন্ত এখানে স্টেশন পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =